সাভারে দুরপাল্লার বাসে ডাকাতি; মালামাল লুট ও আহত ৫ যাত্রী

আগের সংবাদ

আশুলিয়ায় বেতন ভাতার দাবীতে শ্রমিক বিক্ষোভ; পুলিশের লাঠিচার্জ

পরের সংবাদ

মানসিকতার পরিবর্তন না হলে, রেল ও সড়ক করে যানযট নিরসন হবে না: সেতু মন্ত্রী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৪৪ অপরাহ্ণ, ১০/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

জনগনের মানসিকতার পরিবর্তন না হলে, আধুনিক রেল ও সড়ক কোন কিছু করেও যানযট নিরসন করা যাবে না বলেন  মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ে ঈদে ঘরমুখী মানুষ ও যানযটের পরিস্থিতি পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, এবার  ঈদে ঘরমুখী মানুষকে স্বস্তি দিতে পারেনি। তবে গত ঈদের তুলনায় ভালো অবস্থা রয়েছে বলে দাবী করেন। তিনি আরও বলেন, পদ্মার প্রবল স্রোতের কারনে গাড়ি পারাপারে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে পাটুরিয়া ঘাটে। তবে ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্রগ্রাম মহাসড়কে যানযট ছিল, এখন উন্নতি হয়েছে। এদিকে পশুবাহি ট্রাকের জন্য সড়কে সমস্যা তৈরি হয়েছিল ও  ফিরতি পথে গাড়ি আসতে পারছে না। ফলে কিছুটা জনদুর্ভোগ তৈরি হয়েছে।

সব মিলিয়ে এখন অবস্থার উন্নিতি হয়েছে বলে মন্ত্রী জানান।