আশুলিয়ায় খাদ্য বিষক্রিয়ায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ্য; হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

আশুলিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

পরের সংবাদ

শিক্ষকদের প্রকাশ্যে রাজনীতি না করার আহবান; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:০৪ অপরাহ্ণ, ২৮/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

শিক্ষার মান বজায় রাখতে কোন রাজনীতিতে প্রকাশ্যে অংশগ্রহন না করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।

রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যেগে জহির রায়হান মিলনায়াতনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, উগ্রবাদ ও মাদক দেশে আগ্রাশী ভূমিকায় রূপ নিয়েছে। ফলে সম্মেলিতে উগ্রবাদের মত মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সবাইকে মোকাবেলা করা আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. ফারজানান ইসলাম, ছাত্ররীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীমসহ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।