আশুলিয়ায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

আগের সংবাদ

সাভারে গণস্বাস্থ্য হাসপাতালের নবনির্মিত ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় অপহৃত শিশু সাভারে উদ্ধার; আটক দুই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩১ অপরাহ্ণ, ২৪/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার জিরাবো থেকে অপহরনের একদিন পর রাজন নামে ৭ বছরের শিশু সাভারের রাজাশন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতে নাতে দুই অপহরনকারীকে আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় অপহৃত শিশু রাজনকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেয়া হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই রাসেল মোল্লা জানান, মঙ্গলবার বিকাল আনুমান ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে পূর্ব পরিচিত দুই ব্যক্তি কৌশলে শিশু রাজনকে অপহরন করে। বিষয়টি রাজনের পোশাক শ্রমিক মা আশুলিয়া থানা পুলিশ অবহিত করে। তার অভিযোগের ভিত্তিতে সাভার রাজশন এলাকার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে শিশু রাজনকে উদ্ধার করা হয়। এসময় নবাব আলী ও কালাম নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অপহৃত রাজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পাইছারপুর গ্রামে।পোশাক শ্রমিক মায়ের সঙ্গে আশুলিয়ার জিরাবো বসবাস করত।এছাড়া আটক নবাব আলী ও কালামের গ্রামের বাড়ি একই এলাকায় বলে জানা যায়।

এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।