আশুলিয়ায় সাংবাদিক হামলার প্রতিবাদে মানব বন্ধন

আগের সংবাদ

আশুলিয়ায় সন্দেহভাজন জঙ্গী মাসুদের বাবা-মা আটক

পরের সংবাদ

আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা; ঠিকাদার আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪৫ পূর্বাহ্ণ, ০৬/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় কাওসার নামে এক নির্মান শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে ঠিকাদার। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার রবিউলকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে আশুলিয়ার আমবাগান এলাকার বেলালের বাড়ি থেকে কাওসারের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহত অবস্থায় আরও দুইজনকে শ্রমিককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই অভিজিৎ চৌধুরী পুলিশ, খবর পেয়ে নিহত শ্রমিক কাওসারের মৃতদেহ উদ্ধার করে। আহত ইমরান ও সোহেল নামে দুই শ্রমিককে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ঠিকাদার বরিউলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আহত শ্রমিক ইমরান জানায়, বকেয়া টাকা চাওয়ায় ও না জানিয়ে কাজে যাওয়ায় ঠিকাদার রবিউল শুক্রবার রাত ১২ দিকে সাভার থেকে আশুলিয়ার আমবাগানে তাদের ভাড়াবাড়ির কক্ষে ঢুকেই কাওসারসহ তিনজনকে কোদালের আচারি দিয়ে এলোপাথারি বেদম পিটাতে থাকে। এসময় কাওসার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিকিৎসকের কাছে নেয়ার আগেই মারা যায়।

নির্মান শ্রমিক ও ঠিকাদার সবার গ্রামের বাড়ি বরিশালে গোরনদী থানা এলাকায় বলে জানা যায়।