আশুলিয়ায় সওজ কর্মকর্তা ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা; আহত ৬

আগের সংবাদ

আশুলিয়ায় সাংবাদিক হামলার প্রতিবাদে মানব বন্ধন

পরের সংবাদ

সাভারে প্রবাসী হত্যার ঘটনায় একজন আটক করেছে সিআইডি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪২ অপরাহ্ণ, ০৪/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে জাপান প্রবাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় আতিকুর জিবন নামে একজনকে আটক করেছে ঢাকা জেলার সিআইডি দল।

বৃহস্পতিবার দুপুরে সাভারে নয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আতিকুর জিবন সাভারের নয়াবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে।

এ বিষয়ে ঢাকা জেলা সিআইডির ওসি বিষ্ণু ব্রত মল্লিক জানান,  গত ১২ এপ্রিল সাভারের থানা রোডে সেটেলমেন্ট অফিসের সামনে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রাকাশ্যে জাপান প্রবাসী রেজা্রইল করিম রাজাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় সাভার মডেল থানায় রাজার ভগ্নিপতি জসিমউদ্দিন বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ বিরুদ্ধে থানায় মামলা করেছেন হয়ে মামলা দায়ের করে । এর পরিপ্রেক্ষিতে সিআইডির একটি দল জিবনকে আটক করে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল দুপুরে সাভারের রেডিওকলোনীতে ৯ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারের সহাকারী সেটেলমেন্ট অফিসের সামনে জাপান প্রবাসী রাজাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগ এরশাদ ও তার সন্ত্রাসী বাহিনী। এসময় আহত হয় আরও ৫ জন।