সাভারে তুরাগ নদীতে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় সওজ কর্মকর্তা ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা; আহত ৬

পরের সংবাদ

সাভারে ট্যানারী শিল্প দ্রুত স্থানান্তরের বিষয়ে তিন মন্ত্রীর হুশিয়ারী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৫০ অপরাহ্ণ, ০৩/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

ট্যানারী মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে সময়মত ট্যানারী কারখানা সাভারে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না বলে মন্ত্রব্য করেছেন নৌ মন্ত্রী শাজাহান খান।

এদিকে সরকার পরিবর্তন হলেও সাভারে চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে কঠোর হুশিযারী দেন ভূমি মন্ত্রী শাসসুর রহমান শরীফ।

অন্যদিকে সাভারে দ্রুত ট্যানারী স্থানান্তরের জন্য মালিকের প্রতি আহবান জানান খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের উদ্দেশ্যে বৃক্তাতায় এসব  কথা বলেন মন্ত্রীরা।

এসময় নৌ মন্ত্রী শাজাহান খানের সঙ্গে খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।

মন্ত্রীরা চামড়া শিল্প নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কাযক্রম ও কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখেন। পরে তিন মন্ত্রী ও সচিবসহ কয়েকজন ট্যানারী মালিকদের সঙ্গে আলোচনা সভায় বসেন।

এসময় নৌ পরিবহন মন্ত্রী আগামী কোরবানি ঈদের আগে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারে  হসান্তরের জন্য মালিকদের আহবান জানিয়ে তিনি আরো বলেন ট্যানারির জন্য সকল নদ – নদী দুষণ হচ্ছে। হাইকোর্টের নিদের্শে প্রতিদিন ট্যানারির মালিকদের যে দশ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে তা থেকে পিছুপা হবেনা বর্তমান সরকার। এসময় তিনি ট্যানারি স্থানান্তরে অগ্রগতি না থাকায় মালিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভায় মালিকরাও এসময় ট্যানারি  হসান্তর নিয়ে বিভিন্ন সমস্যা কথা  মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রীরা এসময় তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন। এসময় খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ট্যানারী মালিকদের দ্রুত কারখানা স্থানান্তর অনুরোধ জানান।