সাভারে তুরাগ নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ; উদ্ধার কাজ চলছে

আগের সংবাদ

সাভারে তুরাগ নদীতে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

সাভারে নদীতে নিখোঁজ দুইজন উদ্ধার হয়নি: অভিযান বন্ধ ঘোষনা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:২৪ অপরাহ্ণ, ০২/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে বিরুলীয়ায় তুরাগ নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজের এখানো সন্ধান মেলেনি। তবে ফায়ার সাভির্সের ডুবুরি দল প্রতিকুল পরিবেশ ও প্রবল স্রোতের কারনে উদ্ধার অভিযান বন্ধ ঘোষনা করেছে।

এ বিষয়ে টঙ্গী ফাযার সার্ভিসে কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ দুইজনের কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে রাত হওয়ার ফলে আলোর স্বল্পতা ও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে। প্রয়োজনে আগামীকাল বুধবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

উল্লেখ আজ মঙ্গলবার বিকালে সাভারের বিরুলীয়ায় পিকনিকে এসে তুরাগ নদীতে গোসলে দুইজন নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ একজনের নাম মিজান (২৮) ও অপরজন মিনহাজ (১৮)। মিহাজ মুদির দোকানি ও মিনহাজ ডেকারেটর ব্যবসা করেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি গাজীপুরের কাশিমপুর এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল।