ধামরাইয়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

আগের সংবাদ

সাভারের পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় পুলিশের ছেলে ভূয়া পুলিশের অভিযোগে আটক; হ্যান্ডক্যাপ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:১৫ অপরাহ্ণ, ২৬/০৬/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় ভূয়া দুই পুলিশের সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে একটি হ্যান্ডক্যাপ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রোববার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়ায় এলাকার পুলিশ চেকপোষ্টটে তাদের আটক করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার রুহুল আমিন জানায়, বাড়ইপাড়া এলাকায় পুলিশ চেকপোষ্টে তল্লাশীর উদ্ধেশ্যে মোটরসাইকেকে থাকা দুই আরোহীকে থামানো হয়। এসময় তাদের মিনহাজুল নামে একজন পুলিশের এ এসআই ও শান্ত আহমেদ নামে অপরজন কনস্টেবল পরিচয় দেয়। তাদের আচার আচরন ও কথাবার্তা সন্দেহ হলে উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা দুইজন ভূয়া পুলিশ। এসময তাদের তল্লাশী চালিয়ে একটি হ্যান্ডক্যাপ ও পুলিশের ব্যবহৃত জুতা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানায়, আটক মিনহাজুল সাভার মডেল থানার এক পুলিশ কনস্টেবলের ছেলে বলে জানায়। সে টাঙ্গাইলের মাইউদ্দিনের ছেলে। অপর আটক শান্ত আহমেদ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা গ্রামের নাছিম আহমেদের ছেলে।

তাদের বিরুদ্ধে আশুরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।