আশুলিয়ায় সড়ক র্দুঘটনায় অজ্ঞাত যুবক নিহত

আগের সংবাদ

আশুলিয়ায় নারীসহ ১০ অপহরনকারী আটক: বিভিন্ন মালামাল উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় বেতন বৃদ্ধি ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:০২ অপরাহ্ণ, ২২/০৬/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে কর্মবিরতি পালন করছে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আশুলিয়ার ইয়ারপুরের সুসুকা নীট লিমিটেড নামক কারখানায় সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে। শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারী থেকে বেতন-ভাতা বাড়ালেও তা কার্যকরি না করে নানা টালবাহানা করে আসছিলো।

কর্তৃপপক্ষের কাছে বর্ধিত বেতন ভাতা কার্যকরের দাবী জানালে গতকাল মালিকপক্ষের উস্কানীকে কারখানার ষ্টাফরা শ্রমিকদের উপর হামলা করে এসময় আহত হয় অন্তত চার শ্রমিক। এঘটনার জের ধরে আজ সকালে কারখানটির পাঁচ শতাধিক শ্রমিক সকালে কারখানার সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন শুরু করে। কারখানা কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গতমাসের প্রায় এগার দিনের বতেন বকেয়া রেখেছে বলেও এসময় অভিযোগ করে । অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।